Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৪

কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি


1995 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার টেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগটি 10 ​​বছর স্কুলে পড়ার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অফার করে। ডিপার্টমেন্টে বর্তমানে প্রায় 15 জন ফ্যাকাল্টি সদস্য (পূর্ণ সময় এবং খণ্ডকালীন উভয়), 04 কারিগরি ও সহায়তা কর্মী এবং 480 সংখ্যক শিক্ষার্থী (প্রতি বছর 120 জন শিক্ষার্থী, প্রথমটির জন্য 60 এবং দ্বিতীয় শিফটের জন্য 60 জন)। আমাদের ভর্তির মানদণ্ডে, মহিলা ছাত্রদের জন্য 20% আসন সংরক্ষিত আছে, 15% বৃত্তিমূলক এবং 5% প্রতিবন্ধী ছাত্রদের জন্য। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম শেষ করার পরে, শিক্ষার্থীরা চাকরির বাজার বা উচ্চ শিক্ষায় যেতে পারে। উচ্চ শিক্ষার জন্য তারা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর বা দেশে বা বিদেশের অন্য কোনো বেসরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রাম যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক বা তথ্য প্রযুক্তিতে স্নাতক ভর্তি হতে পারে। ইত্যাদি। একজন ডিপ্লোমা কম্পিউটার গ্র্যাজুয়েট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করে। একজন কম্পিউটার ডিপ্লোমা গ্র্যাজুয়েটের প্রধান চাকরির ক্ষেত্র হল কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার কোম্পানি, টেলিকমিউনিকেশন কোম্পানি, TVET প্রতিষ্ঠানের শিক্ষক, BPO ইন্ডাস্ট্রি, আইটি সেক্টরের সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইটি অফিসার বা নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে।